Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৮ ১২:০৩

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন ২৩ সেপ্টেম্বর

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন ২৩ সেপ্টেম্বর
ফাইল ছবি

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর (রবিবার) নিউইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

তথ্যমতে, ২৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ৮টায় আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে নিউইয়র্কে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একইদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটন শহরের হিলটন হোটেল হলরুমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। 

এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় অংশ নেবেন। 

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভাষণ দেয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি সাইডলাইনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে মিলিত হবেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য