২১ আগস্ট, ২০১৮ ০১:০০

প্যারিসে দুই স্থানে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত

ফ্রান্স (প্যারিস) প্রতিনিধি

প্যারিসে দুই স্থানে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একযোগে মঙ্গলবার ফ্রান্সেও উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পৃথক পৃথক দুইটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জন সমাগমের উপর ভিত্তি করে প্রতিটি স্থানে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

প্যারিসের ইস্তাসহ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। 

ওভারভিলিয়েস্হ বাংলাদেশ জামে মসজিদ ফ্রান্সে সকাল সোয়া ৭টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত (মুসল্লি থাকা সাপেক্ষে) পর পর বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া ফ্রান্সের জাতীয় মসজিদ গ্রান্ড মসজিদে সকাল ৯টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। 

এ সকল মসজিদে দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।

বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর