২১ আগস্ট, ২০১৮ ১২:৪৫

গ্রেনেড হামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

গ্রেনেড হামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ নেতা-কর্মীকে হত্যা, কয়েকশত মানুষকে আহত করার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে ২০ অগাস্ট সোমবার রাতে (বাংলাদেশ সময় ২১ অগাস্ট সকাল) নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নিউ মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা শুরু হয় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দলকে নেতৃত্বশূন্য করতেই ঐ হামলা হয়েছিল এবং তাতে প্রত্যক্ষ মদদ ছিল তৎকালিন  বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের। তাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।’
হোস্ট সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি লুৎফুল কবির, প্রচার সম্পাদক হাজী এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী প্রমুখ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর