২১ আগস্ট, ২০১৮ ১৬:০৫

কুয়েতে ঈদুল আজহা উদযাপিত

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত

কুয়েতে ঈদুল আজহা উদযাপিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় একযোগে কুয়েতের সর্বত্র ঈদের নামাজ আদায় করেন মুসল্লীরা। প্রবাসী বাংলাদেশিরা অনেকে বাংলা খুতবায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। 

প্রতি বছরের মত এবারও প্রায় ১২ স্থানে বাংলা খুতবাসহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা। সে সব স্থানে বাংলাদেশি প্রবাসিদের অসংখ্য সমাগম দেখা যায়। প্রবাসীদের ঈদের বৃহত্তম জামাত এর মধ্যে কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে হাসাবিয়া বড় মসজিদ। 

নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও একে অন্যের সাথে বুকে বুক মিলিয়ে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন। তারপর যারা কোরবানি দিবেন তারা চলে যান কুয়েত সরকার ঘোষিত নির্ধারিত স্থানে। অনেকে বাংলাদেশিকে নিজেদের কোম্পানির ব্রাকে আবার অনেক পরিবারসহ চলে যান মরুভূমিতে কোরবানি দিতে। 

এবার ঈদে একটানা ৯ দিন সরকারি ছুটি হওয়াতে বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি অনেক বাংলাদেশিরা দেশে গেছেন ঈদ করতে।

বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর