কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা হঠাৎ করেই যেন ফিরে গেল আশির দশকের প্রাণের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নাজিম উদ্দিনের টরন্টো সফর উপলক্ষে সাবেক শিক্ষার্থীরা এক আড্ডায় মিলিত হন। ছাত্র সংসদের জিএস আজিমউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এই আড্ডাটি হয়ে ওঠে একদা সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রাণের স্পন্দন ‘নাজিম-আজিমের সাথে আড্ডা’।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল ‘নাজিম-আজিম পরিষদ’ বিজয়ী হয়েছিল।
ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে চাকসু ভিপি নাজিম উদ্দিনের সাথে এই আড্ডায় টরন্টো এবং পার্শ্ববর্তী শহর থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এই সময় তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি স্মরণ করে আবেগতাড়িত হয়ে পরেন। চাকসু ভিপি নাজিম উদ্দিন এবং জিএস আজিমউদ্দিন সেই চাকসু পরিচালনাকালীন নানা ঘটনা প্রবাহের স্মৃতি তুলে ধরেন।
ভিপি নাজিম উদ্দিন তার স্বভাবসুলভ হাস্যরসের মাধ্যমে সমবেত গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয় জীবনের আবহে নিয়ে যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ