২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:১৮

ফ্রান্সে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস

ফ্রান্স (প্যারিস) প্রতিনিধি:

ফ্রান্সে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস

বাংলাদেশি দর্শকদের অনুপ্রেরণা ও অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ফ্রান্সের জাতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস। এ অসাধারণ বিজয়ের মাধ্যমে আগামী ২০১৯ ক্রিকেট লীগে দ্বিতীর বিভাগে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ ক্রিকেট ক্লাব।

প্যারিসের গ্রিনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানি ক্রিকেট ক্লাব মন্তলা জুলি ক্লাবকে হারিয়ে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় প্রবাসের বুকে বেড়ে ওঠা বাংলাদেশি তরুন টাইগাররা। এর আগে ২০১৪ সালে রয়েল নাইন্টিফোর ক্রিকেট ক্লাব ও ২০১৫ সালে আর্জেন্টাইল ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্রবাসী এ অপ্রতিরোধ্য টাইগাররা।

প্রবাসী ক্রিকেটারদের এ বিজয় রীতিমত ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে  আনন্দের বন্যা এনে দিয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। ১২ টি শক্তিশালী ক্লাবের এ সমরে বাংলাদেশের যুককরা টানা ১০টি ম্যাচে বিজয়ী হয়ে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে উজ্জ্বল করেছে ফ্রান্সে বাংলার মুখ ।

প্রবাসে কর্মময় জীবন ও শত ব্যস্ততার মধ্যে টাইগারদের এ বিজয়ে আনন্দে উদ্বেলিত ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সংঘঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের ভালোবাসায় শিক্ত বিজয়ী ক্লাব ও  খেলোয়াড়রা ।

বিসিসিপি এর অধিনায়ক নাজিবুল্লাহ পিয়াস ও কৌশিক রাব্বানীর নিয়ন্ত্রিত বোলিং এ টসে জিতে প্রথমে  ব্যাট করতে নেমে মন্তে লা জুলিয়ে ক্লাব ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে বিসিসিপি মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। বোলিং এবং ব্যাটিংয়ে- দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শণ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিসিসিপি’র অধিনায়ক নাজিব উল্লাহ পিয়াস।

আগামী ৩০ সেপ্টেম্বর প্যারিসের লা দি ফ্রান্স স্টেডিয়ামে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষণাসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি। খেলায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ফাইনাল এ ম্যাচে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হযরত আলী খান ,বাংলাদেশ ইয়ুথ ক্লাব এর সাধারণ সম্পাদক টি এম রেজা,বিসিসিপি ক্লাবের সভাপতি আজিজুল হক সুমন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ ।

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর