১৪ অক্টোবর, ২০১৮ ০১:৩৯

মালয়েশিয়ার বিমানবন্দর থেকেই ফিরতে হলো ৬৩ বাংলাদেশিকে

কূটনৈতিক প্রতিবেদক

মালয়েশিয়ার বিমানবন্দর থেকেই ফিরতে হলো ৬৩ বাংলাদেশিকে

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৬৩ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানো এসব ভাগ্যান্বেষীর ভিসার মেয়াদ শনিবার শেষ হয়ে যায়। এ ছাড়া যে প্রতিষ্ঠানে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে ভিসা পেয়েছিলেন সে প্রতিষ্ঠানও বিমানবন্দরে কোনো ধরনের যোগাযোগ করেনি। তাই দুই দিন বিমানবন্দরে ডিটেনশন সেন্টারে রাখার পর শনিবার বাংলাদেশের বেসরকারি একটি এয়ারলাইনসের ফ্লাইটে ফেরত পাঠানো হয় এই ৬৩ জনকে।

জানা যায়, মালয়েশিয়া থেকে ফেরত আসাদের সবাই মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারী কোম্পানি সুপারম্যাক্সে নিয়োগ পেয়েছিলেন। তাদের কাজে যোগদানের আনুষঙ্গিকতা শেষ হয় গত ৩০ আগস্ট। এরপর ১০ অক্টোবর পাসপোর্ট হাতে পায় পুরো দলটি এবং ফ্লাইট নির্ধারিত হয় ১১ অক্টোবর। ওই দিন তারা সবাই মালয়েশিয়ায় পৌঁছান। কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টে তাদের রিসিভ করতে কেউ আসেনি। দেশে ফিরে আসা চাঁদপুরের রিংকু সরকার বলেন, ‘দুই দিন এয়ারপোর্টে থাকার পর সেখানকার পুলিশ আমাদের দেশে ফেরত পাঠায়। দেশে এসে এজেন্সিকে জানিয়েছি। তারা বলেছে, ৭ থেকে ১০ দিনের মধ্যে আবার যেতে পারব।’ সংশ্লিষ্ট বায়রার এক নেতা জানান, ফেরত আসা সবাইকে আবারও পাঠানো হবে। সংশ্লিষ্টরা নির্ধারিত এজেন্সীতে যোগাযোগ করলেই সমস্যার সমাধান করা হবে। এই নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। মালয়েশিয়ার বিএনপির এক নেতা এ নিয়ে যে প্রচারণা চালাচ্ছেন তাও সঠিক নেই।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর