১৫ অক্টোবর, ২০১৮ ০৯:৫৩

ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন

এনআরবি নিউজ, নিউইয়র্ক

ফ্লোরিডায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তারিন আহমেদ সাংস্কৃতিক দূত হিসেবে ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ৫২ দেশের ১২ শতাধিক ব্যবসায়ী-শিল্পপতি-বাণিজ্য সম্পর্কিত এক্সপার্টরা এ মেলায় অংশ নেবেন। প্রতিটি দেশেরই পণ্য-সামগ্রির স্টল থাকবে। থাকবে মতবিনিময় কেন্দ্র।

বাণিজ্যমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারিন। পারফর্ম করার পাশাপাশি সেমিনারেও বক্তব্য রাখবেন তিনি। হোস্ট কমিটির আমন্ত্রণে তারিন ১২ অক্টোবর এসেছেন ফ্লোরিডায়। ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ মেলা।এই বাণিজ্য ও সাংস্কৃতিক উৎসবে ২১১টি স্টল থাকবে। এরমধ্যে ৮টি বাংলাদেশিদের। 

মেলায় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্বে থাকা আতিকুর রহমান জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারিদের আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশের রফতানি বাণিজ্যের প্রসার ঘটাতে এ মেলার গুরুত্ব অপরিসীম। সে আলোকে কিছু পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশের কমার্স কাউন্সেলর শেখ আকতার হোসেন থাকবেন বাংলাদেশের স্টলে। ‘কানেক্ট ইয়ুর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে দক্ষিণ ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে এ মেলা ঘিরে প্রবাসীদের মধ্যেও উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর