১৭ অক্টোবর, ২০১৮ ০১:১১

মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। গত রবিবার কুয়ালালামপুর ওয়ান সাউথ কনডোমিনিয়ামের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মালয়েশিয়া আওয়ামিলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মকুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। 

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন সর্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সাখাওয়াত হোসেন জোসেফ, আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সিরাজ, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জালাল উদ্দিন সেলিম, স্বেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান মিতুল, ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি কবিরুজ্জামান জীবন, যুগ্মসাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ মনির দেওয়ান, সরিফ আহাম্মেদ বিন নুর, ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ মওদুদ মোল্লা, মোঃ জুয়েল বেপারী,ছাত্রলীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন   সহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা ও কর্মিবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল নেতা ও কর্মির উপস্থিতে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর