১৮ অক্টোবর, ২০১৮ ০৮:৪০

স্পেনে দুর্গোৎসব ও শারদ মেলা

দবির তালুকদার, স্পেন থেকে

স্পেনে দুর্গোৎসব ও শারদ মেলা

স্পেনের মাদ্রিদের দুর্গোৎসব ও শারদ মেলায় উপচে পড়া মানুষের ঢল নামে। দূর পরবাসে এ শারদ মেলায় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের প্রবাসীরা শামিল হয়ে মিলনমেলায় রূপ লাভ করে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা ক্যাইয়ে লাফেতে দীর্ঘদিন থেকে এরকম পূজার আয়োজন করে যাচ্ছেন বলে জানান পূজা উৎযাপন কমিটি। তারা বলেন, সকলের সহযোগিতা না পেলে এ রকম শারদ মেলার আয়জন করা সম্ভব হতো না।  

শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে সকাল থেকে রাত অবধি আসেন স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশে এসোসিয়েশন সাবেক সহ সভাপতি জাকির হুসেন, সাধারণ সম্পাদক কাম্রুজ্জাম্ন সুন্দর, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলামসহ স্পেন আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের সদস্যরাও। এছাড়া বিপুল সংখ্যক  সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিতি দেখা যায়।

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর