২০ অক্টোবর, ২০১৮ ১৭:৩৪

ইতালিতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা সমাপ্ত

এমডি রিয়াজ হোসেন,ইতালি

ইতালিতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা সমাপ্ত

ইতালির রোম, মিলান, ভেনিসসহ বিভিন্ন শহরে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্ভীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা বিজয় দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রোমে দুটি অস্থায়ী মন্দিরে এ বছর পাঁচ দিন ব্যাপী এই উৎসব সপ্তমী থেকে দশমীতে শেষ হয়। 

অষ্টমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন, সাধারন সম্পাদক রিয়াজ হোসেনসহ আরো অনেকে। নবমীতে ছিল উপচে পড়া ভীড়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক আয়োজন। 

নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শাস্ত্রীয় আচার শেষে ঢাকের বাদ্য, উলুধ্বনি আর সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গার দর্পণ বিসর্জন করা হয়। প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। হিন্দু সধবা নারীরা দেবীপ্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরান। চলে মিষ্টিমুখ করানো, ছবি তোলা ও ঢাকের তালে তালে নাচ-গান। 
   

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর