৭ নভেম্বর, ২০১৮ ১৯:৫৬

বিপুল ভোটে সিনেট সদস্য নির্বাচিত শেখ রহমান

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

বিপুল ভোটে সিনেট সদস্য নির্বাচিত শেখ রহমান

শেখ রহমান

জর্জিয়া অঙ্গরাজ্য সিনেট সদস্য হলেন বাংলাদেশি শেখ রহমান। 

৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে লড়ছিলেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিকে ধরাশায়ী করেছেন। 

উল্লেখ্য, জর্জিয়া অঙ্গরাজ্য পার্লামেন্টে এই প্রথম নির্বাচিত হলেন কোন বাংলাদেশি আমেরিকান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমানকে সর্বাত্মকভাবে সমর্থন দেয় 'এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার' তথা আসাল। 

আসালের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আলী হোসেন আটলান্টা থেকে এনআরবি নিউজকে জানান, রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই বিজয়ের অভিযাত্রায় অংশ নিতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি। 
আরো উল্লেখ্য, শেখ রহমান হচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য। এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসে কোন বাংলাদেশি লড়েননি। জর্জিয়ার মত নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টেও তৃতীয় মেয়াদের জন্যে জয়ী হয়েছেন আবুল খান নামক আরেক বাংলাদেশি। তিনি রিপাবলিকান পার্টির প্রাথী ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর