১২ নভেম্বর, ২০১৮ ১১:৫৩

টরন্টোয় শিল্পী রনি রয়ের সঙ্গীত সন্ধ্যা

অনলাইন ডেস্ক

টরন্টোয় শিল্পী রনি রয়ের সঙ্গীত সন্ধ্যা

রনি প্রেন্টিস রয় এর গান মানেই সুরের মূর্ছনায় ডুবে থাকা, অন্য রকম আবেশে আচ্ছন্ন থাকা। রবিবারের রাতে দুর্গবাড়ীর মিলনায়তনে শ্রোতারাও অন্যরকম আবেশেই কাটিয়েছেন একটি সন্ধ্যা। রনি রয়ের গানে গানে মুগ্ধতায় কেটেছে তাদের সময়।

টরন্টো দুর্গাবাড়ীর বিজয়া সম্মেলনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ক্লাসিক্যাল সঙ্গীতের ওস্তাদ শিল্পী রনি রয়। মূলত অনুষ্ঠানটি ছিলো শিল্পী রনি রয়ের একক পরিবেশনা।

গতানুগতিক গানের বাইরে শাস্ত্রীয় সঙ্গীত, শ্যামল মিত্র, পিন্টু , মান্না দে, অজয়, মানবেন্দ্র এর গানকে হৃদয় ছোঁয়া দরদ দিয়ে পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মনে অন্যরকম একটা আসন তৈরি করে নিয়েছেন শিল্পী রনি রয়।

রবিবারের রাতের পরিবেশনায়ও তিনি যেনো তার গায়কীর স্বাতন্ত্র্যই জানান দিলেন নতুন করে। শ্রোতারাও অপার মুগ্ধতা নিয়ে উপভোগ করেছেন শিল্পী রনি রয় এর সঙ্গীতের মাধুর্য।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর