১২ নভেম্বর, ২০১৮ ১২:০২

কাতারে জেল হত্যা দিবস পালিত

কাতার প্রতিনিধি

কাতারে জেল হত্যা দিবস পালিত

কাতারে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি।

কাতারের রাজধানী দোহারে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল কাদের।

সভায় বক্তব্য দেন উপদেষ্টা এনামুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি আব্দুল অওদুদ, সহ-সভাপতি আবিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, জাতীয় শ্রমিক লীগ সভাপতি তাজুল ওয়াহিদ, কাতার বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মাহফুজুর রহমান, কাতার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, কাতার জাসদ শাখার সভাপতি ইসমাইল হোসেব প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ইতিহাসে কালো দিন হিসেবে জেল হত্যা দিবস পরিচিত। যে কয়টি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতম ১৯৭৫ এর ৩ নভেম্বরের এই দিনটি।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাতার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাওলানা হাসিবুর রহমান।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর