শিরোনাম
১২ নভেম্বর, ২০১৮ ২২:২৮

প্রবাসীদের ভালোবাসায় সিক্ত এহসানুল হক মিলন

মালয়েশিয়া প্রতিনিধিঃ

প্রবাসীদের ভালোবাসায় সিক্ত এহসানুল হক মিলন

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভালবাসায় সিক্ত হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সংবর্ধনা দেয় প্রবাসী বাংলাদেশিরা। 

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলাম মুরাদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাশার। এহছানুল হক মিলনের গবেষণার বিষয় ছিল 'মানবিক মূলধন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন'।

বক্তৃতায় এহসানুল হক মিলন বলেন, আমি দীর্ঘ ৪ বছর সাধনা করে দেশবাসীর দোয়ায় এ ডিগ্রি অর্জন করেছি। আমি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে এখনও ছাত্রদের সাথে ক্লাস করছি। শিক্ষার কোনো শেষ নেই। একমাত্র শিক্ষাই মানুষকে আলোর দিকে নিয়ে যেতে পারে এবং জাতি কে মুক্তি দিতে পারে। 

এতে আরো বক্তব্য রাখেন প্রফেসর মেহেদী মাসুদ, প্রফেসর আবদুল আজিজ, মোতালেব জন, রমজান আলী, হাবিবুর রহমান শিশির, বাদল কারার, সোহেল রানা মিল্কি, বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দসহ কচুয়া উপজেলার আরো অনেকে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর