১৪ নভেম্বর, ২০১৮ ১২:১৬

চাঁদা নেবেন না আলেক্সান্দ্রিয়া, ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের

এনআরবি নিউজ, নিউইয়র্ক

চাঁদা নেবেন না আলেক্সান্দ্রিয়া, ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের

নীতিগত কারণে বাড়ি ভাড়ার জন্যে কারও কাছে চাঁদা নিতে চাননি মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী এবং সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিস করটেজ। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং রেস্টুরেন্ট কর্মচারি আলেক্সান্দ্রিয়া নির্বাচনে জয়ী হবার পর ওয়াশিংটন ডিসিতে অবস্থান করতে হচ্ছে নানাবিধ প্রয়োজনে। কিন্তু ৩ জানুয়ারি শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি কোন বাসা ভাড়া পাবেন না। এ অবস্থায় তার মত ছাপোষা মানুষের পক্ষে এই ৩ মাসের থাকা-খাওয়া চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশি আমেরিকান সমর্থকরা ‘আলেক্সান্দ্রিয়ার জন্যে বাসা ভাড়া তহবিল’ সংগ্রহের কার্যকর একটি উদ্যোগ নেন। কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান এই উদ্যোগের কথা সরাসরি আলেক্সান্দ্রিয়ার অফিসকে ১২ নভেম্বর অবহিত করেন। এর আগে একই উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশি সমাজকর্মী মাজেদা এ উদ্দিন, ফখরুল আলম, আকতার হোসেন বাদল, ফাহাদ সোলায়মান, নাজিদা সৈয়দা, খোরশেদ খন্দকার প্রমুখ।

সকলকে জানিয়ে দেয়া হয়েছে যে, নির্বাচিত কংগ্রেসওম্যান হিসাবে আলেক্সান্দ্রিয়াকেও নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। ‘হাউজ এ্যাথিক্স কমিটি’ এমন বিধি তৈরী করেছে বহুবছর আগে। কংগ্রেসম্যানের ব্যক্তিগত কারণে কোন চাঁদা বা উপঢৌকন নেয়া একেবারেই নিষিদ্ধ। এ অবস্থায় ওয়াশিংটন ডিসিতে অবস্থানের ব্যয়ভার নিজেকেই বহন করতে হবে যে কোন উপায়ে।

তবে আলেক্সান্দ্রিয়ার রাজনৈতিক কর্মসূচির জন্যে যে কেউ চাঁদা দিতে পারবেন প্রচলিত রীতি অনুযায়ী। চাঁদার সেই অর্থ কোনভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না’-বলেছেন আলেক্সান্দ্রিয়ার বাংলাদেশি সহকারি নওরীন আকতার।

হাসান, মাজেদা, ফখরুল, বাদল, ফাহাদসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্যে। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ব্রঙ্কস পর্যন্ত এলাকা নিয়ে গঠিত ‘কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪’ থেকে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ২৯ বছর বয়েসী করটেজ। অভিবাসী মা-বাবার সন্তান আলেক্সান্দ্রিয়া তৃণমূলের সংগঠক হিসেবে উঠে এসেছেন। তাকে প্রগতিশীল চিন্তা-চেতনার প্রতিক হিসেবে অভিহিত করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর