১৪ নভেম্বর, ২০১৮ ২১:০৪

কাতারে "নবী মোর পরশমণি" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি

কাতারে

মহানবী (সা) ছিলেন পরশমণি তার সুমহান ছোঁয়ায় বিশ্ব পেয়েছিল মানবতা ও সাম্য-মৈত্রীর সফল পাঠ। তার পরিপূর্ণ অনুসরণেই মানবজাতির মুক্তিলাভ সম্ভব।

রাজধানী দোহায় বিন যায়েদ সেন্টারে অনুষ্ঠিত কাতার আলনূর কালচারাল সেন্টার আয়োজিত "নবী মোর পরশমণি" শীর্ষক আলোচনায় বক্তাগণ এ সব কথা বলেন।

সালেহ নূরুন্নবী উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

নবী জীবনের উপর বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন ও প্রকৌশলী মুনিরুল হক। আলোচনায় অংশ নেন আব্দুল মতিন পাটোয়ারি, শাহজাহান সাজু, অধ্যাপক আমিলুক হক ও প্রকৌশলী এম এ মুকিত।

আব্দুল মতিন পাটোয়ারির সদ্যপ্রয়াত পিতার মাগফিরাত কামনায় মুনাজাত করেন মাওলানা গোলাম রাব্বানী।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর