১৫ নভেম্বর, ২০১৮ ০৯:৫২

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি দাবিতে বার্লিনে সমাবেশ

বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি দাবিতে বার্লিনে সমাবেশ

কারাবন্দী আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। 

মঙ্গলবার দুপুরে জার্মানির বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার পক্ষের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার উইদাউট বর্ডার এর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সামনে এই মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নির্বাহী প্রধান ক্রিশ্চিয়ান মিহ্র ও ইয়েন্স বলেন, আমরা শহিদুল আলমের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে শংকা প্রকাশ করছি সেই সাথে তার মুক্তি দাবি জানাচ্ছি। 

সমাবেশে অংশ নেয়া প্রবাসী শাম্মী হকসহ আগত অন্যরা বলেন, ১০০ দিন পেরিয়ে গেলেও শহিদুল আলমের জামিন না মঞ্জুর করে তাকে বন্দী করে রাখা কোনভাবেই গ্রহণযাগ্য নয়। 

এসময় সমাবেশে আগত সবাই ফ্রি শহিদুল নামে প্লাকাড ও ব্যানার নিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর