১৫ নভেম্বর, ২০১৮ ১০:৩২

ইতালিতে রেমিটেন্স প্রেরণকারী এজেন্টদের সভা

ইতালি প্রতিনিধি

ইতালিতে রেমিটেন্স প্রেরণকারী এজেন্টদের সভা

ইতালির পালেরমো শহরে রেমিটেন্স প্রেরণকারী এজেন্টদের সাথে ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এনআরবি ব্যাংকের রিস্ক কমিটির চেয়ারম্যান হাজী মো. ইদ্রিস ফরাজীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রেমিটেন্স পাঠাতে কি কি সমস্যায় পড়তে হয় সে সব নিয়ে আলোচনা হয় এই  মতবিনিময় সভায়।

এ সময় সিআইপি হাজী মো. ইদ্রিস ফরাজী বলেন, বৈধ পথে টাকা পাঠিয়ে দেশ উন্নয়নে আমরা আপনারা দেশের গর্বিত রেমিটেন্স যোদ্ধা। দেশে রেমিটেন্স পাঠাতে ন্যাশনাল এক্সচেঞ্চ একমাত্র বেশি রেট, ভোগান্তিবিহীন সার্ভিস দিয়ে থাকে। যেখানে এজেন্ট অথবা প্রেরণকারী কেউ কোন ভোগান্তিতে পড়ে না। আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনাদের অর্থ নিরাপদে প্রিয়জনের কাছে পৌছে যাচ্ছে এবং যাবে। ন্যাশনাল এক্সচেঞ্চ সব সময় এজেন্টদের কথা ভাবে আর এই কারণেই বিভিন্ন সময় এজেন্টদের পরামর্শ নেওয়া হয়।

ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির মার্কেটিং ম্যানেজার সাইফুল হাওলাদারের পরিচালনায় উপস্থিত ছিলেন শিল্পপতি আঃ ওহাব ফকির, ব্যবসায়ী আল আমিন, মাসুদ খান, রুবেল, মুহিতুর রহমান রহমানসহ আরও অনেকে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর