১৮ নভেম্বর, ২০১৮ ০৯:০৩

কুয়েতে নিম্ন আয়ের কর্মীদের জন্য হটলাইন সেবা চালু

কুয়েত প্রতিনিধি:

কুয়েতে নিম্ন আয়ের কর্মীদের জন্য হটলাইন সেবা চালু

প্রবাসী কর্মীদের জন্য কুয়েতে মানবাধিকার সোসাইটি হটলাইন এবং ই-প্ল্যাটফর্ম চালু করেছে। কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস (কেএসএইচআর) বিদেশী কর্মীদের অভিযোগ জমা দেওয়া এবং তাদের আইনি অধিকার বুঝতে একটি হটলাইন (22215150) চালু করেছে। এতে আরবি, ইংরেজি, ফিলিপিনো, হিন্দি এবং উর্দুতে পাওয়া যায়। 

জাল পাসপোর্ট, স্পনসরশিপ স্থানান্তর, বেতন এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগে এখন পর্যন্ত ৮০০ টিরও বেশি অনুসন্ধান করা হয়েছে। এই অভিযোগগুলি আইনি বিশেষজ্ঞদের একটি দল দ্বারা পরিচালিত হয়। যা নিম্ন আয়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ও খুবই সহায়ক ভূমিকা পালন করবে। অনলাইনে বিভিন্ন সেবা নেওয়ার জন্য মানবাধিকার সোসাইটি একটি ই-প্ল্যাটফর্ম togetherkw.org  চালু করেছে। এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে চিত্র দেখে অভিযোগকারী তাত্ক্ষণিক বার্তা প্রেরণের মাধ্যমে অভিযোগ জমা দিতে পারবে।  হটলাইন প্রকল্পটি কুয়েতে অভিবাসী শ্রমিকদের তাদের আইনি অধিকারগুলি সম্পর্কে ধারণা দিবে।


বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর