১৮ নভেম্বর, ২০১৮ ১৬:১১

পিইসি পরীক্ষায় সৌদি থেকে অংশ নিয়েছে ২৬৭ শিক্ষার্থী

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

পিইসি পরীক্ষায় সৌদি থেকে অংশ নিয়েছে ২৬৭ শিক্ষার্থী

বাংলাদেশের সাথে সময়সূচি ও প্রশ্নপত্র মিল রেখে রোববার সকাল সাড়ে ৭টায় সৌদি আরবে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। এবার সৌদি আরবের ৪টি কেন্দ্র থেকে ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এ পরীক্ষায়। এর মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা থেকে ১৫৬ জন, রিয়াদ থেকে ৭৪ জন, আল কাসিম থেকে ১১ জন এবং মদিনা থেকে ২৬ জন।

সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও ভালো ফলাফল করে অতীতের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটের প্রতিনিধিরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।  প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর