২১ নভেম্বর, ২০১৮ ১৬:১৫

সিডনিতে আইয়ুব বাচ্চুর স্মরণে সঙ্গীত সন্ধ্যা

মো: আব্দুল মতিন:

সিডনিতে আইয়ুব বাচ্চুর স্মরণে সঙ্গীত সন্ধ্যা

সিডনির স্থানীয় সংগীত দল লাল সবুজ এক দশক পূর্তি উপলক্ষে প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তার কালজয়ী গান নিয়ে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। 

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সিডনির লুমিয়াস্থ ওয়েস্ট লীগ অডিটোরিয়ামে “রুপালি গিটার” নামের এই সঙ্গীত সন্ধ্যায় স্থানীয় অতিথি শিল্পিরাও অংশগ্রহণ করে।

ফারজানা বীথির উপস্থাপনায় ও আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বে লাল সবুজ সঙ্গীত দল আটটি জনপ্রিয় গান পরিবেশন করে।

ত্রিশ মিনিটের নৈশ ভোজের বিরতির পর সঙ্গীত সন্ধ্যার দ্বিতীয় পর্বে লাল সবুজ সঙ্গীত দল ও স্থানীয় অতিথি শিল্পিরা আইয়ুব বাচ্চুর বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে।

লাল সবুজ সঙ্গীত দলে ছিলেন, মাসুদ মিথুন, রহমান, লুতফা, সজল, নাহিদ বিজয় ও মাহাদি। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন মিঠু, তানভীর, মিনহাজ, মহি, মইনুল ও সোহেল।

মঞ্চ সজ্জা ও পাওয়ার পয়েন্টে নাজমুল চৌধুরী, সাউন্ড কন্ট্রোলে রহমান ও মাহদি দায়িত্ব পালন করেন।

সবশেষে উপস্থাপিকা সকল দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর