১১ ডিসেম্বর, ২০১৮ ০০:৩০

সংসদ নির্বাচন; দেশমুখী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালি প্রতিনিধি:

সংসদ নির্বাচন; দেশমুখী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালির বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশমুখী হচ্ছেন প্রবাসীরা। প্রবাস থেকে ভোট দেওয়ার পদ্ধতি না থাকায় নিজ দলের পক্ষে কাজ করার লক্ষে ইতিমধ্যে অনেকেই পাড়ি জমিয়েছে বাংলাদেশে। 

বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিতে পারবে না কোটি প্রবাসী। প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখলেও বঞ্চিত হচ্ছে ভোট প্রদান থেকে। হারাচ্ছে নাগরিক অধিকার। এবারও দেশে না যেতে পারায় ভোট দিতে পারবে না বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে। আরপিও-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী তিন ধরনের ব্যক্তি ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ইসির কোন ধরনের উদ্যোগ না থাকায় আরপিও ২৭ অনুচ্ছেদ পড়ে রয়েছে কাগজে কলমে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর