১৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৬

মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের ভোট না দিতে টরন্টোর সুধী সমাজের আহ্বান

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের ভোট না দিতে টরন্টোর সুধী সমাজের আহ্বান

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, একাত্তরের ঘাতকদের রাজনীতির অনুসারী প্রার্থীদের ভোট না দিতে আহ্বান জানিয়েছে টরন্টোর সুধী সমাজ। শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রদীপ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা এ আহ্বান জানান। 

একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর রাজাকারদের হাতে মর্মান্তিকভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টরন্টো ফিল্ম ফোরাম এ প্রদীপ মিছিলের আয়োজন করে। এতে লেখক, সাংবাদিক, কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। 

বাংলা পাড়া হিসেবে খ্যাত ড্যানফোর্থে টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি  বাঙালিপাড়ার উল্লেখযোগ্য অংশ প্রদক্ষিণ করে। শীতের রাতে প্রদীপ হাতে প্রবাসী বাংলাদেশিদের এই মিছিল অন্যান্য কমিউনিটিরও দৃষ্টি আকর্ষণ করে।

প্রদীপ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, কবি সাহিদুল হক টুকু, চলচ্চিত্র গবেষক মনিস রফিক, আবৃত্তিকার হিমাদ্রী রয়, শিল্পী মুক্তি বিশ্বাস, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। সাংস্কৃতি সংগঠক ও আবৃত্তিকার আহমেদ হোসেন অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন।

বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর