শিরোনাম
১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:৫৩

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালন

সৌদি আরব প্রতিনিধি

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালন

“অভিবাসীর অধিকার - মর্যাদা ও ন্যায় বিচার”-এই প্রতিপাদ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

গত সোমবার সকালে কনস্যুলেট প্রাঙ্গণে অভিবাসীগণকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে কনসাল জেনারেল কর্তৃক গণশুনানী গ্রহণ করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শুনানো হয়। 

পরে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন শুভেচ্ছা বক্তব্যে বলেন, সৌদি আরবের আইন-কানুন,সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনে চলুন। সবসময় সুন্দর আচরণ, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন। জেদ্দা প্রবাসী বাংলাদেশী কর্মীগন যে কোন সমস্যায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা গ্রহন করার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের শান্তি দেশের উন্নতি-অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর