১২ জানুয়ারি, ২০১৯ ০৯:৪৭

ওয়াশিংটনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

ওয়াশিংটনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

‘বঙ্গবন্ধুর ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস্ চার্চের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সহযোগিতায় গত বৃহস্পতিবার মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

সভায় সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনায় শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি নুরুল আমিন নুরু। সাধারণ সম্পাদক এম নবী বাকী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পুরো প্রেক্ষাপট বর্ণনা এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে সভার সূত্রপাত করেন। 

প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) কবি মাহবুব সালেহ। বক্তা ছিলেন উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দিন খান, মুক্তিযোদ্ধা বায়েজিদ হোসেন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আযম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, যুবলীগ সভাপতি রাবিউল ইসলাম রাজু, সহ সভাপতি আবু বকর সিদ্দিক সাজ, সহ সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সন্তোষ বডুয়া। 

সভায় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, দফতর সম্পাদক আসিফ চৌধুরী, প্রেস এ্যান্ড পাবলিকেশন্স সম্পাদক শামীম হায়দার, যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী। দূতাবাসের ডি সিএম কবি মাহবুব সালেহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “তুমি আমার” কবিতাটি পাঠ করেন। 

বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর