১৭ জানুয়ারি, ২০১৯ ১২:২০

ফ্রান্সে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এ শহিদ তাহেরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা শাপেলের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জাতির জনকের পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সাহেদ আলী, আকরাম খান, মসজুরুল হাসান সেলিম, জাকির হোসেন ভূঁইয়া, শাহজাহান রহমান সাজু, অবনী চন্দ্র গোপাল, আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রিপন দেব নাথ, মুক্তিযোদ্ধা সম্পাদক দুলাল আহমদ, ধর্ম সম্পাদক সালেহ আহমেদ, মানব সম্পদ সম্পাদক কাজী কায়ছার, সহ তথ্য সম্পাদক বেদার খান, উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমেদ চৌধুরী, মোত্তালেব হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, টানা তৃতীয়বারের মত দেশ পরিচালনার দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি দেশের আপামর জনসাধারণের গভীর আস্থা ও অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় হলেও ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর