২১ জানুয়ারি, ২০১৯ ১৮:২৪

ভাই হত্যার বিচার চায় ইতালি প্রবাসী নাজিম উদ্দিন

এমডি রিয়াজ হোসেন, ইতালি:

ভাই হত্যার বিচার চায় ইতালি প্রবাসী নাজিম উদ্দিন

প্রবাসী নাজিম উদ্দিন প্রায় দেড় যুগ থাকেন ইতালিতে। মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নৃশংসভাবে খুন হয় নাজিম উদ্দনের আপন ছোট ভাই ফকরুল চৌধুরী। খুনের এক বছর পার হলেও খুনিদের বিচার হয়নি। 

ছোট ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক‌রে‌ছে ইতা‌লি প্রবাসী ব্যাংকার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক না‌জিম উদ্দিন চৌধুরী। 
তি‌নি ব‌লেন, মাদকের গোপন তথ্য প্রসাশন‌কে জা‌নি‌য়ে দেওয়ায় আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছে।

রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তার রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ফেনীর দাগনভূইয়ার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিহত ফকরুল উদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে নিহতের বড় ভাই নাজিম উদ্দিন ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন।  

বাংকার ব্যবসায়ী সমিতি  ইতালির সভাপতি সাখাওয়াত হোসেনের প‌রিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় বক্তব্য রাখেন ইতালি যুবলীগের সাবেক সভাপতি আতিয়ার রসুুল কিটন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, বাংকার ব্যবসায়ী সমিতি রোমের প্রধান উপদেষ্টা এম.ডি তারা।

সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দিনু, বাংলা প্রেস ক্লাব ইতলির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, ইতালি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মোকদম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, সাংবাদিক শিমুল রহমান, মনিকা ইসলামসহ ইতা‌লি প্রবাসী বাংলা‌দেশীরা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর