২২ জানুয়ারি, ২০১৯ ১৭:০৪

ইতালিতে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইতালি প্রতিনিধি:

ইতালিতে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইতালিতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত পরান কৃষ্ণ সাহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় আলো স্বল্পতার কারণে ম্যাচ শেষ না হলেও যৌথভাবে ফ্রেন্ডস ক্লব ও গোল্ডেন নাইট ফুটবল দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।  

বিকেল ৬ টা ২৪ মিনিটে খেলা শুরু হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ, পাল্টা-আক্রমণের মধ্যদিয়ে খেলায় প্রাধান্য বিস্তার করে। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হয়। আক্রমণ পাল্টা আক্রমণ করলেও উভয় দল বল জালে জড়াতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের নৈপুণ্য ফুলবল খেলা দেখালেও কোন দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়ে টাইব্রেকারে গড়ায়। পরে সন্ধ্যা নেমে যাওয়ায় আলো স্বল্পতার কারণে ম্যাচটির নিষ্পত্তি হয়নি। ফলে, উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু, ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আবু তাহের, পরিচালক মুহিব হাসান, বাংলা প্রেস ক্লাব ইতালির ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি জি এম ওমর ফারুক, সাধারন সম্পাদক সেলিম আহমেদ, জেবি ফুডস এর কর্নধর জেমস বিশ্বাস, কমিউনিটি নেতা ইমাম হাসান লিখন, ক্রিয়া সংস্থার প্রচার সম্পাদক মিজানুল হক মিজু, কর্মকর্তা আবুল বাশার, আব্দুল মজিদ বাবুল, কাজী জাহাঙ্গীর বাবু তালুকদার। খেলার স্পন্সর করেন বাংলাদেশ বাংকার সমিতি রোম, জেবি ফুডস।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার গ্রহণ করে গোল্ডেন নাইটস এর পক্ষে সেন্তসেল্লে ঐক্য পরিষদের  সভাপতি আশরাফুল হক, সিনিয়র সহ সভাপতি ইসরাফিল বারী, মহাসচিব মজিবুর রহমান সিকদার এবং ফ্রেন্ডস ক্লাবের পক্ষে অধিনায়ক কাদের ক্লাবের কর্মকর্তা রফিক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর