Bangladesh Pratidin

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১০ অনলাইন ভার্সন
ইতালির ভেনিসে বাংলাদেশ সমিতির কমিটি ঘোষণা
ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিসে বাংলাদেশ সমিতির কমিটি ঘোষণা

ইতালির ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সমিতি ভেনিস, ইতালির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ভেনিসের মারঘেরার একটি হল রুমে আয়োজিত বাংলাদেশের ৬৪ টি জেলার প্রবাসী বাংলাদেশিদের কমিটিতে স্থান দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।  কাজী আব্দুল্লাহ আল রোনাক এর সঞ্চালনায় এবং উপদেষ্টামণ্ডলীদের উপস্থিতিতে নবগঠিত কমিটির প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়।

মনির হোসেনকে উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি মিলন মাহামুদ, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল রোনাক, সাংগঠনিক সম্পাদক নিয়িমাল চৌধুরী, কোষাধাক্ষ তাজুল ইসলামকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত সামাজিক আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আজ ভেনিসের মাটিতে আমরা নতুন এক বাংলাদেশের উদ্বোধন করেছি আর যার নাম দিয়েছি বাংলাদেশ সমিতি ভেনিস।

আগামীতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে এই সংগঠন।

শীঘই জমকালো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার বলেন, সংগঠন কারও আয়ের উৎস হতে পারে না বাংলাদেশ সমিতি ভেনিস হবে সেবামূলক সংগঠন। 

বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow