২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৭

ড্যানফোর্থ'র অস্থায়ী শহীদ মিনারে কানাডা আওয়ামী পরিবারের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

ড্যানফোর্থ'র অস্থায়ী শহীদ মিনারে কানাডা আওয়ামী পরিবারের শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টরোন্টো শহরের ড্যানফোর্থ এলাকায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে কানাডা আওয়ামী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। 

কানাডার স্থানীয় সময় রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়। কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, কানাডা স্বেচ্ছাসেবক লীগ, কানাডা ছাত্রলীগ যৌথ উদ্যোগে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার,  কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম চৌধুরী, রাধিকা রঞ্জন চৌধুরী, কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, মোর্শেদ আহমেদ মুক্তা, প্রচার সম্পাদক বেলাল সামছুল, মুহম্মদ বাবুল পারভেজ, মোহাম্মদ এরশাদ, অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুদীপ সোম রিঙ্কু, রিনা বেগম, কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, সহ সভাপতি কামরুল ইসলাম, ফারহানা খান, কানাডা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ খালিদ পলাশ, সাংগঠনিক সম্পাদক শারিফুল হক, তানজিম সোহাগ, ডালিয়া, মনিরা মুন্নি, শেখ আনোয়ার, কানাডা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এমরান খান শোভন প্রমুখ। 
পুষ্পস্তবক অর্পণ করার আগে ড্যানফোর্থস্থ কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর