২২ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪১

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আল খারিজ আওয়ামী লীগের সভা

সৌদি আর প্রতিনিধি:

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আল খারিজ আওয়ামী লীগের সভা

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আল খারিজ শাখা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আল খারিজ আওয়ামী লীগের সভাপতি সাঈদ আলম শুভ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, সৌদি আরবে যারা ইতিমধ্যে বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়ার কারণে একেবারে দেশে ফিরে যাওয়ার জন্য সাধারণ ক্ষমার সুযোগ খুঁজছেন তাদের বিষয়ে দূতাবাস কাজ করছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। হয়তো খুব শিগগিরই এটি পাওয়া যেতে পারে। যারা একান্তই যেতে চান তারাই আবেদন করবেন।

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশের একটি সরকারি এবং একটি বেসরকারি ব্যাংকের শাখা খোলার ব্যাপারে আলোচনা হয়েছে, বছরখানেকের মধ্যেইও সেটা সম্ভব হবে। এছাড়া প্রবাসীদেরকে জীবন বীমার আওতায় আনার জন্য আলোচনা করতে জীবন বীমা কর্পোরেশনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সৌদি আরব ঘুরে গেছেন। খুব শিগগিরই তারা সৌদি আরবের একটি বীমা কোম্পানীর সাথে কাজ শুরু করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সৌদি আরবে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা ফি কমানোর জন্য ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দেয়া হয়েছে। অন্যান্য দেশে যেহেতু ভিজিট ভিসা ফি কমেছে বাংলাদেশিদের জন্যও সেটা কমবে বলে মনে করেন দূতাবাসের এই কর্মকর্তা।

আল খারিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আহসান মিয়াজীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি ড. রেজাউল করিম মিলন।  

বিশেষ অতিথি ছিলেন, আল খারিজ আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা মোসলেহ উদ্দিন মুন্না, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সহ সভাপতি সাহিদুল হক সাইদ, শহীদুল্লাহ ভুঁইয়া, ড. মনোজ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বশির, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রিয়াদ মহানগর সভাপতি এটিএম জিয়া উদ্দিন, উপদেষ্ঠা কৃষিবিদ শামীম আবেদিন, রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল হায়দার ভুঁইয়া, আল খারিজ আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী, যুবলীগের সহসভাপতি সিহাব মাহমুদ আতিক, সাধারণ সম্পাদক বাচ্চু বসির, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ সভাপতি হাজী আব্দুর রব, সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ শাখার আইন বিষয়ক সম্পাদক কাজী নাজিবুল মোবারক, রিয়াদ যুবলীগের সহ সভাপতি নন্দলাল সরকার, আরকান শরীফ, সাধারণ সম্পাদক শহীদ মাতবর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত সুমন পাটোয়ারি, আল খারিজ যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক বসির মিয়া বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, আল খারিজ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ জসিম, আল খারিজ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপদেষ্ঠা ইলিয়াস খান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক পলাশ, সেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ইসমাইল হোসেন রাসেল, প্রচার সম্পাদক নুর সাফা, খালেদিয়া আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপদেষ্ঠা আবুল হোসেন, আশরাফ খান, আওয়ামীলীগ নেতা আনিস বারী, বেলাল হোসেন, আকবর হোসেন সোহাগ, তনু, শামীম, ইমরান হোসেন, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, সামসুল আলম, সিরাজুল ইসলাম, সোহেল রানাসহ আরও অনেকে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর