২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:২৭

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরবের জেদ্দায় 'বাংলাদেশ কনস্যুলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম পর্বে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনসাল জেনারেল জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন।

কনস্যুলেটের কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাণী পাঠ করে শোনানো হয়। এরপর কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

দিবস উপলক্ষে সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

আলোচনার শুরুতে ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর