২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:৪৬

বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম

বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 

পরে দূতাবাস হলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। 

সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ সহিদুল হক, সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর