২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:১৪

মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা

মালয়েশিয়া প্রতিনিধি:

মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা

২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটি।

শনিবার রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া কুয়ালালামপুর ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর এটি. এম ইমদাদুল হক।

সেচ্ছাসেবক লীগ নেতা সাঈদুর রহমানের কোরআন তেলোওয়াত ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না ।  
 
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি  ও উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি দাতো আক্তার হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান কামাল, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহীর সরদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মুরাদ হোসেন, সাইফুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ মহিলা স্মপাদিকা ফারজানা সুলতানা, যুবলীগ নেতা মনির দেওয়ান, সেচ্ছাসেবক লীগ সভাপতি বি. এম বাবুল হোসেন, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক, তরিকুজ্জামান মিতুল, শ্রমিক লীগ সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আম্পাং শাখা আওয়ামী লীগ সভাপতি মো. বাদল, মালয়েশিয়া ছাত্রলীগ সহ-সভাপতি কবিরুজ্জামান জীবন প্রমুখ ।  

মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ভাষা শহীদ ও ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর