২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০৮:৩৬

কাতানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ইতালি প্রতিনিধি:

কাতানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় ইতালির কাতানিয়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। কাতানিয়ার সিজিএল হল চত্বরে ইতালি আওয়ামী লীগ কাতানিয়া শাখার আয়োজনে শহীদ মিনার স্থাপন করা হয়। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সর্বস্তরের প্রবাসীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি নওয়াব সৌজন্য, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' এমন গানে গানে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন কাতানিয়ায় একটি বাংলা স্কুল হলে নতুন প্রজন্ম বাংলা ভাষা ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে দূতাবাসের এগিয়ে আসতে হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর