Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ মার্চ, ২০১৯ ১১:৩৮

মাদ্রিদে ‘কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সভা

সাহাদুল সুহেদ, স্পেন থেকে:

মাদ্রিদে ‘কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সভা

স্পেনের মাদ্রিদে ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব'র আয়োজনে ‘বহির্বিশ্বে কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১০ মার্চ) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসকাবের সভাপতি ফয়সাল আহম্মেদ দ্বীপ। 

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের পরিচলনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। প্রধান আলোচকের বক্তব্যে ফয়সাল আহম্মেদ দ্বীপ কমিউনিটির উন্নয়নকে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে আরো বলেন, কমিউনিটির উন্নয়নে সাংবাদিকরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। কমিউনিটির সমস্যা, সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণেও সাংবাদিকরা সচেষ্ট থাকেন। 
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, আওয়ামী লীগ নেতা মো. দুলাল সাফা, জাকির হোসেন, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, অল ইউরোপ বাংলা প্রেসকাবের ক্রীড়া সম্পাদক সাইফুল আমীন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বাংলাদেশ ব্যবসায়ী সমিতি ইন স্পেন এর সভাপতি আবুল হোসেন, আইনজীবী তারেক হোসাইন, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এফএম ফারুক পাবেল, যুবলীগ নেতা সাইফুল আলম সোহাগ প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইকবাল আহমদ, নাজিম উদ্দিন, সালমান সর্দার, আদনান কাওসার, নিজাম উদ্দিন তুহিন প্রমুখ।


আপনার মন্তব্য