১৮ মার্চ, ২০১৯ ০১:৫৪

বার্লিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ‍উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি

বার্লিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ‍উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জার্মানিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে শনিবার রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ বক্তরা বলেন, আজকের শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে অসম্প্রদায়িক সংস্কৃতিকে বুকে লালন করে জাতির জনকের আদর্শে সুশিক্ষিত করে তোলা। আর এই শিশুদের মাঝেই আমরা পাব দেশের ভবিষ্যৎ নেতা। এর আগে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বার্লিন আওয়ামী লীগসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর