১৮ মার্চ, ২০১৯ ১২:৩৯

যথাযোগ্য মর্যাদায় কাতারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আমিনুল ইসলাম, কাতার

যথাযোগ্য মর্যাদায় কাতারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় কাতারের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দূতাবাসের তৃতীয় সচিব এ.কে.এম. মনিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। সভায় শুরুতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, সচিব মাহবুবুর রহমান ও সচিব নাজমুল হাসান।

রাষ্ট্রদূত তাঁর সমাপনী ভাষণে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অভিহিত করে আগামী দিনে নতুন প্রজন্মের কাছে তাঁর বিচিত্র কর্মজীবন তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর