১৯ মার্চ, ২০১৯ ১৯:০৫

নিউজিল্যান্ডে হামলা; জাপানে প্রবাসী মুসলিমদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে হামলা; জাপানে প্রবাসী মুসলিমদের মানববন্ধন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলায় অন্তত ৫০ জন নিহতের প্রতিবাদে জাপানে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা মানববন্ধন করেছেন। আজ স্থানীয় সময় বিকাল ৩টা থেকে টোকিওস্থ নিউজিল্যান্ড অ্যাম্বাসির সামনে সর্বস্তরের মুসলিম কমিউনিটির শান্তিপূর্ণ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এর আগে নিহতদের জন্য গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত করা হয়। পরে মানববন্ধন শেষে শোক বইতে স্বাক্ষর করেন মানববন্ধকারীরা।

মানববন্ধনে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জাপানী ও ইংরেজি ভাষায় বিভিন্ন প্রতিবাদী পোস্টার প্রদর্শন করা হয়। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাস কোন জাতি-সম্প্রদায়ের নয়, সন্ত্রাসের পরিচয় কেবলই সন্ত্রাস।

জাপানস্থ বাংলাদেশ কমিউনিটি লিডার হাফেজ মুহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন দেশের মুসলিম নেতা ও মসজিদের ইমামরা এই কর্মসূচির নেতৃত্ব দেন।

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর