২০ মার্চ, ২০১৯ ১৩:১৯

কাতারে 'আয়নাবাজি' চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি

কাতারে 'আয়নাবাজি' চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

কাতারে ঢালিউডের আলোচিত ছবি 'আয়নাবাজি'র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাতারের শিক্ষা সংস্কৃতি এবং পর্যটন নগরী ‘কাতারা’ সিনেমায় প্রিমিয়ার শোর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

বাংলাদেশ ফোরাম কাতারের সার্বিক ব্যবস্থাপনায় প্রাণবন্ত প্রিমিয়ার শোতে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে কাতারের নাগরিক, কূটনৈতিক ও বিভিন্ন পর্যটকরাও অংশ নেন।

ছবি দেখার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে কাতার প্রবাসী মোল্লা মোহাম্মদ রাজ রাজিব বলেন, এই ধরনের সিনেমা যদি নিয়মিত তৈরি হয় তবে বাংলাদেশের সিনেমায় সুদিন ফিরে আসবে। বহির্বিশ্বে আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে। আর চলচ্চিত্র শিল্পও ভালো অবস্থান তৈরি করতে পারবে।

বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, সপ্তাহব্যাপী বাংলাদেশ উৎসব পালন করছি আমরা। এর অংশ হিসেবে বাংলা চলচ্চিত্র 'আয়নাবাজি'র প্রদর্শন করা হয়।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা

উল্লেখ্য ১৯ ও ২০ মার্চ অমিতাভ রেজার 'আয়নাবাজি' কাতারায় ড্রামা থিয়েটারে দেখানো হবে। শো শুরু হবে বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা এবং সন্ধ্যা ৭টা থেকে সাড়ে রাত ৯টা পর্যন্ত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর