২৪ মার্চ, ২০১৯ ২০:০২

প্যারিসে মুক্তি পেল নির্মাতা আমিরুল আরহামের ছবি 'সোস্যাল বিজনেস'

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি

প্যারিসে মুক্তি পেল  নির্মাতা আমিরুল আরহামের ছবি 'সোস্যাল বিজনেস'

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসে মুক্তি পেয়েছে খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহামের ডকুমেন্টরি ফিলম 'সোস্যাল বিজনেস'।প্যারিসের সেন্ট মিশেলের ঐতিহ্যবাহী সিনেমা হল সেন্ট আন্দ্রে দে আর্টস-এ ২০ মার্চ মুক্তি পেয়ে এখনো প্রদর্শিত হচ্ছে ছবিটি।

নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের সামাজিক যোগাযোগ ব্যবসায়ের ধারণা থেকে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। সামাজিক ব্যবসা কি, বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দারিদ্রমোচন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সামাজিক ব্যবসা আদৌ কি কোনো গুরুত্ব বহন করে? এসব বিষয়কে সামনে রেখে বাংলাদেশ, ফ্রান্স ও কম্বোডিয়ার অভিজ্ঞতা নির্ভর এই ছবিটিতে কথা বলেছেন ড. মোহাম্মদ ইউনুস, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিশেল রোকা, পরিবেশমন্ত্রী নিকোলা হুলো, অর্থনীতিবিদ মারিয়া নোভাক প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে আমিরুল আরহাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা কিভাবে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং এ সামজিক ব্যবসায় কিভাবে সমাজ পরিবর্তন সম্ভব এই ছবিটিতে তা দেখানো হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর