২৬ মার্চ, ২০১৯ ০৩:১২

রোমে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

ইতালি প্রতিনিধি:

রোমে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে রোমের সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ, রবিবার সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন হলরুমে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর সিকদার এম ডি আশরাফুর রহমান, এরফানুল হক, সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন স্কুল কমিটির উপদেষ্টা আলী হায়দার।

ইতালিয়ান রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে RICCARDO VAGNARELLI-segretario PD- municipio V (RM), MAURA LOSTIA-segretaria municipio V (RM), ORESTE D'ADDESE-tesoriere-PD municipio V (RM), ANTONELLA (PD), CARMINE DI LUCIA, ANDREA.

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তার, সহশিক্ষিকা অতসী সাহা এবং আসমা আক্তার।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর