নিউইয়র্কে ‘দ্বীপ ভাইকিংস স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে ১৮ আগস্ট অনুষ্ঠিত ‘দ্বীপ ভাইকিংস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ এ চ্যাম্পিয়ন হলো যুব সংঘ স্পোর্টিং ক্লাব।
আইসাব স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়েছে। ব্রুকলীনে প্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডে দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০টি দল অংশ নেয়।
সহস্রাধিক দর্শকের সরব উপস্থিতিতে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ। আর খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন ‘কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া।
উদ্বোধন এবং পুরস্কার বিতরণী পর্বে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ফজলুল কাদের, কাজী হায়াত নজরুল, হোস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি সুমন রহমান মুরাদ, সন্দ্বীপ ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মনির, সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের সভাপতি নিজামুল হায়দার, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী হাজী জাফরউল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত সন্দ্বীপের এক ঝাঁক ক্রীড়ামোদির আগ্রহে প্রতিষ্ঠিত ‘দ্বীপ ভাইকিংস স্পোর্টিং ক্লাব’ প্রবাসে বেড়ে উঠা প্রজন্মকে খেলাধূলার সাথে জড়িয়ে রাখতে অসাধারণ ভূমিকা রাখছে বলে সুধীজন মন্তব্য করেছেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে সেমি ফাইনালে অংশ নেয় ‘দ্বীপ ভাইকিংস স্পোর্টিং ক্লাব’, ‘যুবসংঘ স্পোর্টিং ক্লাব’, আইসাব স্পোর্টিং ক্লাব এবং ব্রঙ্কস স্টার স্পোর্টিং ক্লাব।
যুবসংঘ স্পোর্টিং ক্লাব ও আইসাব স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে যুবসংঘ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও আইসাব স্পোর্টিং ক্লাব রানার্স আপ হওয়ার সৌভাগ্য অর্জন করে। উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা করায় মাঠে উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সংস্থাটির সভাপতি সুমন রহমান মুরাদ। আগামীতে আরো সুন্দর টুর্নামেন্টের আশা ব্যক্ত করে তিনি অনুষ্ঠান সমাপ্ত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন