জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন ঢাকা মহানগর যুবদলের সাবেক নেতা মাসুদ রানা। তার এই নৈশভোজে প্রায় ৪০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজের পর সাংবাদিকদের সঙ্গে বাঙালি কমিনিউটির নেতা ও ব্যবসায়ীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা মাসুদ রানা বলেন, সাংবাদিক ভাইদের সম্মানে আমরা সবসময় প্রস্তুত। তারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করলে যে কোনো সময় আমাদের ডাকলে আমরা সাড়া দেব। তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তারা মূল্যবান সময় দিয়ে আমাদের কৃতার্থ করেছেন।
এসময় নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী ও বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর সৈয়দ আজাদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ