নিউইয়র্ক স্টেটের কুইন্স বরো ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হলেন বাংলাদেশি আমেরিকান ড. দীলিপ নাথ। ২৫ জুন অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বিজয়ী হওয়ার পর ৩০ সেপ্টেম্বর ‘ডিস্ট্রিক্ট লিডার’ হিসেবে অভিষিক্ত হলেন তিনি।
উল্লেখ্য, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স।
ড. দীলিপ ১৯৯৬ সাল থেকেই নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হিসেবে কাজ করছিলেন। পেশাগতভাবে তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির তথ্য-প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/এএম