সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য কুমিল্লার কৃতি সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন পালন করেছে ড. মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা।
এ উপলক্ষ্যে গত রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিট বিনতাং এর একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
মোঃ মোশাররাফ হোসেন হৃদয়ের সঞ্চালনায় ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মালয়েশিয়া বিশিষ্ট ব্যাবসায়ী ড. ওয়ালিউল্লাহ জাহিদ।
এই সময় বাংলাদেশি জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পরীক্ষিত সৈনিক ড. খন্দকার মোশারফের জীবন-আদর্শ নিয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, আনোয়ার পারভেজ, আব্দুর রহিম ভূঁইয়া, হাসেম মোল্লা,লিটন প্রধান, সামীম আহমেদ ও মাহফুজ খন্দকার প্রমুখ।
এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ খন্দকার তার বাবার জন্মদিন উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জানান।
শেষে বাংলাদেশের বরেণ্য রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ