সিডনিতে “ত্রিনয়ণী”র আয়োজনে প্রতিবছরের মতো দুইদিন সার্বজনীন দুর্গাপুজার আয়োজন করা হয়। সিডনির ডানডাস কমিউনিটি হলে গত ১২ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হয়ে পরদিন রবিবার রাত পর্যন্ত এ উসৎবে বিপুল সংখ্যাক প্রবাসী অংশ নেন। প্রতিদিন সকালে পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান। সিডনির জনপ্রিয় ব্যান্ড জলফড়িং এর শিল্পী নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, শিল্পী সৌমেন্দ্র লাহিড়ীসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন টুকংকেল জেনা, ড. তনিমা ব্যানার্জি।
আয়োজনের মূল আকর্ষণ ছিলো সবধর্মের প্রবাসীদের ঊপস্থিতি আর সহযোগীতা। আয়োজকদের পক্ষে ডা. সত্যজিৎ দত্ত, ডা. রাজীব দাশ, দেবাশীষ চৌধুরী, রোহান লালা, ঊত্তম বসাক, সুদীপ সাহা, প্রীতম চৌধুরী, ডা. সুনন্দন বিশ্বাস, সুমন রায়, অঞ্জন সরকার, নন্দন মজুমদার সবাইকে সহযোগীর জন্য ধন্যবাদ জানান। ধর্ম যার যার, ঊৎসব সবার এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোতে আরো বড় পরিসরে এ সার্বজনীন ঊৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী।
বিডি প্রতিদিন/হিমেল