যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটিতে বসবাসরত প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধানে সর্বাত্মক সহায়তার পাশাপাশি অভিবাসীদের কল্যাণে সদা সচেষ্ট থাকার কথা জানিয়েছেন স্টেট সেক্রেটারি দিয়েগো মরালেস।
সোমবার ইলিনয়ের রাজধানী স্পিংফিল্ডে স্টেট সেক্রেটারির আমন্ত্রণে বাংলাদেশের কনসাল জেনারেল মুনির চৌধুরী সেখানে যান। সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
স্টেট সেক্রেটারির অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈঠকে শুধু শিকাগোতেই নয়, সমগ্র ইলিনয় স্টেটে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের অবদানের কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
উল্লেখ্য, শিকাগো সিটিতে বিশ্বের এক সময়ের সর্বোচ্চ উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার্স, উচ্চতা ১৪৫১ ফুট, ১১০ তলা, উদ্বোধন হয় ১৯৭৩ সাল) স্থপতি হচ্ছেন বাংলাদেশি আমেরিকান এফ রহমান খান। সে কথাও উল্লেখ করেন স্টেট সেক্রেটারি।
কনসাল জেনারেল মুনির চৌধুরী জানান, প্রবাসীদের মেধা ও প্রতিভা বিকাশে স্টেট প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে স্টেট সেক্রেটারি উল্লেখ করেছেন।
বিডি প্রতিদিন/কেএ