২ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৪

রূপের রাণী জানবিবি

আলমগীর গোলাপ

রূপের রাণী জানবিবি

হে নবাগত অতিথি বন্ধু!

তোমাকে সু-স্বাগতম এই রূপসী বাংলার রাণী 
'জানবিবি'র সবুজের স্বপ্নপুরে। 
যেখানে ইচ্ছাগুলো খেলা করে,
এখানে স্বপ্ন গুলো ডানা মেলে।
যেখানে কল্পনা গুলো বাস্তব হয়,
এখান থেকে স্বপ্নচারীরা সাফল্যের ডানায় উড়ে যায় দূর-নীলিমায়।

হে নবাগত অতিথি বন্ধু!
তোমাকে সু-স্বাগতম এই রূপসী বাংলার রাণী
'জনবিবি'র রূপ নগরে।
যেখানে সহস্র পাখির ডাকে প্রভাত আসে,
এখানে দীঘির জলে লাল-শাপলা, শালুক, পদ্ম ভাসে।
যেখানে লেকের জলে পানকৌড়ি ডাহুকেরা লুকোচুরি খেলে,
এখানে বিজন বনে ঘুঘুর পালে ডাকিয়া কেশর তোলে।
যেখানে কাশফুলেরা কেশর দোলায়,
এখানে দুর্বা ঘাসে শিশির ছোঁয়ায়।
যেখানে পাপড়ী মেলে গোলাপ-জবা শিউলী-বেলী,
এখানে সুবাস ছড়ায় হাসনাহেনা কদম-বকুল জুই-চামেলী।
যেখানে শীতের হিমেল আসে ঢাক বাজিয়ে,
এখানে সবুজ-কানন ঘিরে আছে চাদর মেলিয়ে।
যেখানে শীতে জমে পরিযায়ী অতিথি পাখির খেলা,
এখানে তাদের দর্শনে শীতের দিবসে বসে পাখির মেলা।

হে নবাগত অতিথি বন্ধু!
তোমাকে সু-স্বাগতম এই রূপসী বাংলার রাণী
'জানবিবি'র  সাংস্কৃতির পৃষ্ট ভূমে।
যেখানে মুক্ত-মঞ্চে নিয়ত নৃত্য গীতের আসর বসে,
এখানে নিয়ত জমে ওঠে সব শ্রেণীর প্রাণের রসে।
যেখানে টিএসসি টা থাকে সদা ঢোলের তালে সরগম,
এখানে হারমনি আর বাঁশির সুর লাগে বড়ই মনোরম।
যেখানে লেকের জলে প্রেমিক  জুটি ভাসায় ভেলা,
এখানে নিয়ত বসে প্রজাপতির রূপরে মেলা।

হে নবাগত অতিথি বন্ধু!
তোমাকে সু-স্বাগতম এই রূপসী বাংলার রাণী
'জানবিবি'র মানব-ধর্মের পুণ্য ভূম।
যেখানে এক অসুস্থ নাইমা-জুলহাস-অর্কের প্রাণ-স্পন্দন,
কাঁদিয়ে তোলে হাজার নাইমা-জুলহাস-অর্কের হৃদয়-মন।
এখানে প্রায় নিশ্চিত নিঃশেষ প্রাণটিকেও বাঁচাবার তরে,
তাহার সতীর্থরা সহায়তার জন্য ছুটে চলে দ্বারে-দ্বারে।
যেখানে শীষ্য-গুরু-কর্মচারী যেন অকৃত্রিম বন্ধু প্রতীম,
সমতা-প্রীতি-মিলনের এমন বন্ধন যেন সত্যিই অমলিন।
যেখানে নবীন-প্রবীন সব এসে হয় ভাইয়া-আপু,
'জানবিব'র সন্তানেরা যেন হয় না কভু বৃদ্ধ-বাপু।
যেখানে ধর্ম-বর্ণ গোত্র-জাতের কোন নেই বিভেদ,
এখানে হিন্দু-মুসলিম বৌদ্ধ-জৈন চলে সমেত।
'জানবিবি'র রূপের প্রেমে একবার পরেছে যে,
দেশে-পরবাসে 'জানবিবি'র স্মৃতির মায়ায় ভাসিবে সে।
আমাদের 'জানবিবি'র গল্প এভাবে লিখে হবে না শেষ,
বার-বার ঘুরে দেখো তবুও তোমার চোখের নেশার কাটিবেনা রেশ।

হে নবাগত অতিথি বন্ধু!
তোমাকে সু-স্বাগতম রূপসী বাংলার রাণী
'জানবিবি'র কল্পনার স্বর্গরাজ্যে।

লেখক: সাবেক শিক্ষার্থী, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর